আন্তর্জাতিক ডেস্ক : গরুর সঙ্গে অসভ্যতার সময় ঘটনাস্থলে উপস্থিত হন লম্পটের স্ত্রী। স্ত্রীকে দেখে কোনো কথা বলার মতো পরিস্থিতিতে ছিলেন না ওই ব্যক্তি। লজ্জায় একপর্যায়ে তিনি আত্মহত্যা করেন।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে জিম্বাবুয়ের বিঙ্গা জেলায়। আর ওই নারী পরপর দুই দফায় চরম দৃশ্য দেখেছেন। প্রথমবার স্বামীকে আপত্তিকর অবস্থায় দেখে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এরপর স্বামী আত্মহত্যা করলে, সেই দৃশ্যও সবার আগে তিনিই দেখেছেন।
মাতাবেলেল্যান্ড নর্থ প্রভিন্সিয়াল পুলিশের মুখপাত্র ইন্সপেক্টর গ্লোরি বিন্দা বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সাংবাদিকদের বলেন, মৃত ব্যক্তির নাম যোসেফ শুমা। গত ১৬ ফেব্রুয়ারি তিনি আত্মহত্যা করেন।