
সূত্র জানায়, উপজেলার বাউসা ইউপির নাদামপুর গ্রামের আব্দুস ছালাম, তার মেয়ে তানিয়া বেগম ও খালাতো ভাই ফয়সল মিয়া স্থানীয় হাওড় থেকে গত শুক্রবার দুপুরে তিনটি গরু ও তিনটি ছাগল চুরি করে। পালিয়ে যাওয়ার সময় রিফাতপুর রাস্তায় তাদের সন্দেহবশত থামান স্থানীয় চেয়ারম্যানসহ কয়েকজন। জিজ্ঞাসাবাদে চুরির বিষয় নিশ্চিত হলে তাদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আল হেলালের হেফাজতে আটক রাখা হয়।
সোমবার সকালে নাদামপুরে নজির মিয়া লন্ডনীর বাড়িতে এ বিষয়ে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি এওর মিয়ার সভাপতিত্বে বৈঠকে জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিচারে চোরাই গরু ও ছাগল প্রকৃত মালিকের কাছে ফেরত দেয়া হয়। একটি গরু অসুস্থ হওয়ায় ২ হাজার টাকা জরিমানা করা হয় চোরদের। তারা ভবিষ্যতে এমন কাজ করবে না বলে মুচলেকা দিয়ে মুক্তি পায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



