Views: 12

আন্তর্জাতিক জাতীয়

গর্ভপাত ও মৃত সন্তান প্রসবের জন্য বায়ুদূষণকে দায়ী বিজ্ঞানীদের


আন্তর্জাতিক ডেস্ক: ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে প্রতিবছর প্রায় সাড়ে তিন লাখ গর্ভপাত ও মৃত সন্তান প্রসবের জন্য় বায়ুদূষণকে দায়ী করেছেন বিজ্ঞানীরা। চিকিৎসা বিষয়ক জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমন দাবি করেন তারা। খবর ডয়চে ভেলের।

ঐ দেশগুলোতে ২০০০ থেকে ২০১৬ সালের মধ্য়ে প্রতিবছর যত গর্ভপাত ও মৃত সন্তান হয়েছে তার সাত শতাংশের জন্য় দূষিত বায়ুকে দায়ী করা হয়েছে৷

বিশ্বের মধ্য়ে দক্ষিণ এশিয়াতেই সবচেয়ে বেশি গর্ভপাত ও মৃত সন্তান প্রসবের ঘটনা ঘটে৷ চীনের ন্য়াচারাল সায়েন্স ফাউন্ডেশন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে চীনা বিজ্ঞানীরা গবেষণাটি করেছেন৷


মোট ৩৪ হাজার ১৯৭ জন মায়ের তথ্য় বিশ্লেষণ করে গবেষণাটি করা হয়৷ এই মায়েদের অন্তত একবার গর্ভপাত হয়েছে, কিংবা তারা একটি মৃত সন্তান প্রসব করেছেন এবং তাদের প্রত্য়েকের এক বা একাধিক সন্তান রয়েছে৷

এই মায়েদের মধ্য়ে ২৬ হাজার ২৮২ জন (শতকরা ৭৬ দশমিক নয় ভাগ) ভারতের, চার হাজার ২২৮ জন (শতকরা ১২ দশমিক চার জন) পাকিস্তানের ও তিন হাজার ৬৮৭ (শতকরা ১০ দশমিক আট ভাগ) জন বাংলাদেশের মা৷

গবেষণার অন্য়তম লেখক তিয়ানজিয়া গুয়ান বলছেন, গর্ভপাত কিংবা মৃত সন্তান প্রসবের ঘটনা মায়েদের উপর মানসিক, শারীরিক ও অর্থনৈতিক প্রভাব ফেলে৷ সে কারণে এসব ঘটনা কমানো গেলে ঐ দেশগুলোতে লিঙ্গসমতার সূচক ভালো হতে পারে৷

এর আগে দ্য় ল্যানসেটের আরেক প্রতিবেদন বলেছিল, ২০১৯ সালে ভারতে ১৬ লাখ ৭০ হাজার মানুষের মৃত্য়ুর কারণ ছিল বায়ুদূষণ, যা মোট মৃত্য়ুর ১৮ শতাংশ৷ একই কারণে ২০১৭ সালে মারা গিয়েছিলেন ১২ লাখ ৪০ জন৷


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschoolআরও পড়ুন

বিজেপিকে ঠেকাতে পশ্চিমবঙ্গে অন্যরকম জোট

Mohammad Al Amin

দক্ষিণ কোরিয়ায় ‘দূরশিক্ষণে শিশু-কিশোরদের ভাষা শিক্ষা’ কোর্সের উদ্বোধন কাল

mdhmajor

২৪ ঘণ্টার মধ্যে উল্টো পথে হাঁটা শুরু করলেন ট্রাম্প!

Mohammad Al Amin

শাহজাহান মোল্লার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

mdhmajor

দুই প্রেমিকাকে একই সঙ্গে বিয়ে করলেন ভারতের এক যুবক

Mohammad Al Amin

ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে মোকাবিলা করার কোন শক্তি দেশে নেই: তথ্যমন্ত্রী

mdhmajor