জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের তারাকান্দায় অপহরণের তিনদিন পর বাড়ির পাশের জঙ্গলে পাওয়া গেল সানজিদা নামে এক শিশুর ক্ষতবিক্ষত মরদেহ। নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ বলছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার রামচন্দ্রপুর জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সানজিদা আক্তার উপজেলার রামচন্দ্রপুর এলাকার শাহজাহান আকন্দের মেয়ে। সানজিদা স্থানীয় রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে তারাকান্দার রামচন্দ্রপুর গ্রামের বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় শাহজাহান আকন্দের বড় মেয়ে সাত বছরের সানজিদা। সন্ধ্যায় মেয়েকে ফেরত পেতে যোগাযোগের মোবাইল নম্বরসহ চিরকুট পাওয়া যায় সানজিদার ঘরে। মোবাইলে নাম্বারে যোগাযোগ করলে বিভিন্ন অংকের টাকা মুক্তিপণ চাওয়া হয় স্বজনদের কাছে। এক পর্যায়ে নাম্বার বন্ধ করে দেওয়া হয়।