Advertisement
জুমবাংলা ডেস্ক : গাঁজা চাষের বাগানে অভিযান চালিয়ে জমির মালিককে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
কুষ্টিয়ার ভেড়ামারায় গাঁজা চাষের বাগানে অভিযান চালিয়ে আটক করা হয়েছে জমির মালিককে। এ সময় কেটে ফেলা হয় ৫৫টি গাঁজার গাছ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অভিযান চালায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, হার্ডিঞ্জ সেতুর ভেড়ামারা প্রান্তের পূর্ব পাশের চারদিকে কলাগাছে ঘেরা একটি জমিতে গাঁজা চাষ করা হচ্ছিল। প্রায় আট মাস আগে গাছগুলো লাগানো হয়। এ খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় আটক করা হয়েছে জমির মালিক রকিব প্রামাণিককে। ঘটনার সাথে আর কেউ জড়িত থাকলে তাকেও আটক করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।