গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভারি বৃষ্টিপাতের কারণে বন্যার কবলে পড়েছে বেশ কয়েকটি এলাকা। মানবেতর জীবন যাপন করছেন বানভাসী মানুষ।
কয়েকটি এলাকার সড়ক ও বাঁধ ভেঙ্গে প্লাবিত হচ্ছে নতুন এলাকা। অব্যাহত ভারি বৃষ্টিপাতের কারণে পানি বেড়েই চলেছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রাপ্ত তথ্যমতে, আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় কাটাখালী পয়েন্টে করতোয়া নদীর পানি বিপদসীমার ১০৮ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যা ১৯৯৮ সালের পর সকল সালের রেকর্ড এর চেয়ে বেশি। ১৯৯৮ সালের পর থেকে কখনই এই নদীর পানি এত উপর দিয়ে প্রবাহিত হয়নি। পানির অতিরিক্ত বৃদ্ধির ফলে গোবিন্দগঞ্জ শহর রক্ষা বাঁধের খলসী চাঁদপুরের দুটি ভাঙ্গা অংশ দিয়ে পানি প্রবেশ করায় ডুবে গেছে পৌর শহরের একাংশ।
আবার উপজেলার বগুলাগাড়ী নামাপাড়ার সড়ক ভেঙ্গে যাওয়ার কারণে দরবস্ত ইউনিয়নের ৮ টি, হরিরামপুর ইউনিয়নের ৫ টি ও তালুককানুপুর ইউনিয়নের ৪ টি গ্রাম এ পানি প্রবেশ করছে।
এদিকে মহিমাগঞ্জের বোচাদহ ও বালূয়া বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে পানি প্রবেশ করছে শিবপুর ইউনিয়নের ৩ টি, মহিমাগঞ্জ ইউনিয়নের ৫ টি, রাখালবুরুজ ইউনিয়নের ৪ টি গ্রামে। এছাড়াও ফুলবাড়ি ইউনিয়নের ৫ টি, শালমারা ইউনিয়নের ৪ টি ও শাপমারা ইউনিয়নের ৪ টি গ্রামের বিভিন্ন রাস্তাঘাট শত শত বিঘা ফসলী জমি পানিতে ডুবে গিয়েছে। ঘরবাড়িতে পানি উঠায় দুর্ভোগের মধ্যে পড়েছে পানিবন্দী পরিবারগুলো। দেখা দিয়েছে খাবার ও জ্বালানী সংকট।
গোবিন্দগঞ্জ কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৩ হাজার হেক্টর জমির আমন ধান, আখ ও বিভিন্ন শাকসবজির ক্ষেত তলিয়ে গেছে। আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি উঠে পড়ায় বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। বন্যার পানিতে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক প্রায় ১ কিলোমিটার তলিয়ে গেছে। ফলে এই সড়কে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সড়ক পরিবহন কর্পোরেশন।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন জানান, জেলা প্রশাসক ইতোমধ্যে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং বানভাসীদের জন্য ১০ টন চাল বরাদ্দ দিয়েছেন। বরাদ্দের সাথে বাড়তি আলু ও ডালসহ প্রয়োজনীয় সামগ্রী যুক্ত করে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করার প্রক্রিয়া চলছে। এছাড়া গোখাদ্য, শিশু খাদ্যসহ আরও কিছু বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।