জুমবাংলা ডেস্ক : জুয়ার আসর ও জুয়াড়িদের সম্পর্কে সংবাদ প্রকাশ করায় বৃহস্পতিবার গাইবান্ধায় স্থানীয় সাংবাদিক সুমন মন্ডলের উপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা তাকে মারপিট করে আহত করে। গুরুতর আহত সাংবাদিককে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধায় সাংবাদিকের ওপর জুয়াড়িদের হামলা
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ১১ টার দিকে সাংবাদিক সুমন মন্ডল গাইবান্ধা সদর উপজেলার বালুয়া গ্রামের বাড়ি থেকে গাইবান্ধা শহরে আসার সময় লিটন, নজমল, সেলিমসহ কয়েকজন তার মোটরসাইকেল আটকিয়ে প্রকাশ্যে লাঠি দিয়ে মারপিট করে। পরে মোটরসাইকেলটি ভাঙচুর করে। গুরুতর আহত অবস্থায় আহত সুমন মন্ডলকে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আহত সুমন রংপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক রংপুর সংবাদ ও দৈনিক জাগো জনতার জেলা প্রতিনিধি।
গাইবান্ধা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ইমরান হোসেন জানান, সুমনের শরীরের বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সম্পূর্ণ সুস্থ হতে বেশ কয়েক দিন সময় লাগবে।
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, এ ব্যাপারে সুমন মণ্ডল বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool