গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে খোকন মিয়া নামে একজনের প্রাণহানি হয়েছে। এ সময় আহত হন তার স্ত্রী জুঁই বেগম। আজ শনিবার (৩১ আগস্ট) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খোকন মিয়া।
এর আগে শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে এলপি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে উপজেলার খোলাহাটি ইউনিয়নের রথের বাজার গ্রামে ওই দম্পতির বাড়িতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। নিহত খোকন একই গ্রামের মতিয়ার রহমান বাদশার ছেলে।
গাইবান্ধা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম জানান, গত শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে এলপি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ওই দম্পতির বাড়িতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে তারা দুইজনেই দগ্ধ হন। খবর পেয়ে রাতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে আহত দম্পতিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন মারা যান খোকন মিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।