নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: শাহেন শাহ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) এর ৩৪তম বার্ষিক ফাতেহা উপলক্ষে গাউসিয়া হক কমিটি, পূর্ববাকলিয়ার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ (৩ অক্টোবর) নগরীর বাকলিয়া কালামিয়া বাজার এলাকায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রথম সারির অনলাইন নিউজ পেপার জুমবাংলার আবাসিক সম্পাদক ও সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি ফারুক তাহের।
মহানগর গাউসিয়া হক কমিটির সমন্বয়কারি সমাজসেবক শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাউসিয়া হক কমিটি মহানগর জোন-ক এর সমন্বয়কারি মাকসুদ আলম, এস এম জাবেদ হোসেন, জাকির হোসেন, এমরানুল হক, মোহাম্মদ নাছের, মোহাম্মদ কায়সার, মোহাম্মদ জাফর, মোহাম্মদ নুরুদ্দীন এবং মোহাম্মদ নয়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ফারুক তাহের বলেন, ‘মানবসেবা হচ্ছে একটি অন্যতম ইবাদত। সমাজের অর্থ ও বিত্তশালীরা মানবসেবায় এগিয়ে আসলে আমাদের সমাজ ও রাষ্ট্র আরো এগিয়ে যাবে। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব দিয়ে যারা সেবা দিতে এগিয়ে আসেন, তারা প্রকৃত অর্থেই মানবসেবী।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।