আন্তর্জাতিক ডেস্ক : গাছের ডালে লেজ পেঁচিয়ে সেই ডাল বেয়ে অনেকটা উপরে উঠে পড়েছে একটি অজগর। কিন্তু তার যে গাছে চড়ার শখ জেগেছে। তাই গলা বাড়িয়ে অন্য গাছের উঁচু ডালে ‘লাফ’ দিল সে। সমাজমাধ্যমে অজগরের গাছে চড়ার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।)
‘সানশাইনকোস্টস্নেকক্যাচার্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি গাছের ডাল থেকে অন্য গাছের ডালে চলে যাচ্ছে একটি অজগর। ঘটনাটি অস্ট্রেলিয়ার জঙ্গলে ঘটেছে। এক গাছ থেকে অন্য গাছের ডালে বেয়ে চলেছে অজগরটি। এক গাছে লেজ পেঁচিয়ে রয়েছে।
সেই প্যাঁচ খোলার পাশাপাশি অন্য গাছের ডালে নিজের মাথা এগিয়ে দিচ্ছে সে। সেখানেই থেমে থাকেনি অজগরটি। আবার অন্য একটি গাছের গুঁড়ির দিকে এগিয়ে গেল সে। তার পর সেই গুঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে লাগল অজগরটি। এই ভিডিয়োটি দেখে অবাক হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘কোনও দিন ভাবিনি যে অজগরের গাছে চড়া দেখব।’’ আবার এক জনের মন্তব্য, ‘‘পাখিগুলো তো অজগরের এই হাবভাব দেখে একটুও খুশি হবে না।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।