গাজায় ইসরাইলিদের যে পরিণতির হুশিয়ারি এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলার নেতিবাচক আঞ্চলিক ও বৈশ্বিক পরিণতি সম্পর্কে হুশিয়ারি করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ ছাড়া গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ‘ঐতিহাসিক দায়িত্ব’ রয়েছে বলে মন্তব্য করেছেন এরদোগান।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপে তিনি এ মন্তব্য করেন। খবর ডেইলি সাবাহার।

গত ৭ অক্টোবর গাজায় ইসরাইলের হামলা শুরুর পর এ দিনই প্রথম ফোনে কথা বলেন উভয় নেতা। বাইডেনের সঙ্গে ফোন কলের পর তুরস্কের প্রেসিডেন্সি এক বিবৃতিতে বলেছে, ‘প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, ইসরাইলি হামলার তীব্রতা বৃদ্ধি এবং সঙ্ঘাত দীর্ঘায়িত হওয়ার ফলে নেতিবাচক আঞ্চলিক ও বৈশ্বিক পরিণতি সৃষ্টি হতে পারে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন প্রত্যাহার হলেই তা দ্রুত যুদ্ধবিরতির নিশ্চয়তা দিতে পারে।’

গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসনের বিষয়ে মুসলিম বিশ্বের সবচেয়ে সোচ্চার সমালোচকদের একজন প্রেসিডেন্ট এরদোগান। তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘গাজার কসাই’ বলে উল্লেখ করেছেন এবং ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আ্যখায়িত করেছেন।

বাইডেনের সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট এরদোগান জোর দিয়ে বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব এ অঞ্চলে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক দায়িত্ব রয়েছে।’

গাজায় হামলার শুরু থেকেই প্রেসিডেন্ট বাইডেন ইসরাইলকে দৃঢ়ভাবে সমর্থন করে চলেছেন। কিন্তু গত মঙ্গলবার তিনি বলেছেন, গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে বিশ্বব্যাপী সমর্থন হারাচ্ছে ইসরাইল। মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্টের মন্তব্যকে ইসরাইলের নেতৃত্বের বিরুদ্ধে এখন পর্যন্ত তার সবচেয়ে কঠোর সমালোচনা বলে মনে করা হচ্ছে।