আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বুধবার জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে লড়াইয়ে তাদের একজন সৈন্য নিহত হয়েছে। এ নিয়ে হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণে নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা ৭০ জনে দাঁড়িয়েছে।
নিহত সৈন্য গিবতী ব্রিগেডের শেকড ব্যাটালিয়নের স্টাফ সার্জেন্ট ইতান ডোভ রোজেনজওয়েগ (২১) ।
Advertisement
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) আরও জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে পৃথক সংঘর্ষে মিলিটারি ইন্টেলিজেন্স ডিরেক্টরেটের ইউনিট ৫০৪ এর একজন রিজার্ভিস্ট এবং গোলানি ব্রিগেডের পর্যবেক্ষণ ইউনিটের এক সৈনিক গুরুতর আহত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


