জুমবাংলা ডেস্ক : ইসরায়েলের হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও ১০৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এরমাধ্যমে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৯ হাজার ৯২ জনে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) নিয়মিত আপডেটে এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গাজায় ইসরায়েলিদের হামলা শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৬৯ হাজার ২৮ জন আহত হয়েছেন। খবর আলজাজিরা।
ইসরায়েলি সেনারা আহত মানুষদের কাছে অ্যাম্বুলেন্স যেতে দিচ্ছে না বলে অভিযোগ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলার পরপরই গাজায় হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা।
তাদের হামলায় ছোট্ট এ উপত্যকায় ২৯ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার পাশাপাশি হাজার হাজার ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।