Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : গাজায় টহলে ১৫০০ বছরের পুরোনো বাতি খুঁজে পেল ইসরাইলি সেনারা। সীমান্তের কাছাকাছি খুঁজে পাওয়া বাতিটি বাইজেন্টাইন যুগের। নেতানেল মেলচিওর এবং অ্যালন সেগেভ নামের সেনারা বাতিটি খুঁজে পায়।
মেলচিওর বলেন, ‘আমাদের মাঠে ঘুরে বেড়ানোর সময়, আমি উলটো হয়ে পড়ে থাকা মৃৎপাত্র দেখতে পেলাম। এটি গোলাকার ছিল যা আমাকে আকৃষ্ট করেছে। এটি কর্দমাক্ত ছিল, আমি এটি পরিষ্কার করে প্রত্মতত্ত্ব কর্তৃপক্ষকে ফোন করি। ইসরাইল প্রত্মতত্ত্ববিভাগ আইএএ নিদর্শনটিকে বাইজেন্টাইন আমলের ‘স্যান্ডেল ক্যান্ডেল’ হিসাবে নিশ্চিত করেছে যা ৫ম বা ৬ষ্ঠ খ্রিস্টাব্দের। এএফপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।