গাজার শহরের কেন্দ্রের দিকে দুই দিক থেকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এই কারণে হাজার হাজার সাধারণ মানুষ বাধ্য হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে উপকূলের দিকে সরে যাচ্ছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র নাদাভ শোশানি জানান, হামাসের ওপর চাপ বাড়াতে সেনাবাহিনী শহরের অভ্যন্তরে পদাতিক, ট্যাংক ও গোলন্দাজ ইউনিটসহ বিমান বাহিনীর সহায়তায় অগ্রসর হচ্ছে। তারা শহরের উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব দিক থেকে এগোচ্ছে, ফলে সাধারণ মানুষ মাঝখানে ফেঁসে গিয়ে পশ্চিমের আল-রশিদ উপকূলীয় সড়ক বরাবর সরতে বাধ্য হচ্ছেন।
স্থানীয়রা জানাচ্ছেন, ড্রোন ও যুদ্ধবিমানের মাধ্যমে অব্যাহত হামলা চালানো হচ্ছে। এছাড়া ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রিত বিস্ফোরকবোঝাই রোবট যান ব্যবহার করে অবকাঠামো ধ্বংস করছে। শুধু বৃহস্পতিবারই গাজার শহরে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন।
নিরাপত্তা শঙ্কায় অনেক পরিবার বাস্তুচ্যুত হওয়ার পথে, তবে এখনও বহু মানুষ তাদের জায়গা ছাড়েনি। ফিলিস্তিনি পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, মঙ্গলবার পর্যন্ত গাজার উত্তরাঞ্চলে প্রায় ৭ লাখ ৪০ হাজার মানুষ অবস্থান করছেন, যা মোট জনসংখ্যার প্রায় ৩৫ শতাংশ। শহরে নিরাপদ আশ্রয় নেই বলে ভয়ংকর পরিস্থিতি অব্যাহত।
ড্রোন প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার জোরদারের নির্দেশ দিলেন কিম জং উন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।