আন্তর্জাতিক ডেস্ক : গত এক বছর ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এ যুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডের ব্যাপক ক্ষতিসহ প্রাণ হারিয়েছে ৪১ হাজারের বেশি মানুষ। এছাড়া এ যুদ্ধে ইসরায়েলের ক্ষতিও কম নয়। দীর্ঘ এক বছর ধরে চলা যুদ্ধে কেমন ক্ষতি হয়েছে তার একটি তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। খবর টাইমস অব ইসরায়েল
সোমবার (৭ অক্টোবর) প্রকাশিত ওই তথ্যে বলা হয়েছে, গত এক বছরে হামাসের ১৮ হাজার সদস্যকে হত্যা করেছে আইডিএফ। এদের মধ্যে ইসরায়েলের অভ্যন্তরে হত্যা করা হয়েছে ১ হাজার জনকে। গত বছরের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা যখন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রবেশ করে ১২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়, তখন তাদের ওপর হামলা চালালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ইসরায়েলে ইতিহাসের স্মরণকালের ভয়াবহ হামলার পর গাজায় পাল্টা হামলা শুরু করে তেল আবিব। ওই হামলার মাধ্যমে তারা হামাসকে নিশ্চিহ্ন এবং জিম্মিদের মুক্তি করতে চেয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে ইসরায়েলের সেই আশা পূরণ হয়নি।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় ৪১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তবে এদের মধ্যে কত হাজার বেসামরিক ও হামাসের কতজন তা চিহ্নিত করা সম্ভব হয়নি।
আইডিএফ এর তথ্যানুসারে, ইসরায়েল সেনাবাহিনী হামাসের শীর্ষ ৮ কমান্ডার, ৩০ এর অধিক ব্যাটালিয়ান কমান্ডারকে হত্যা করেছে। এছাড়া ১৬৫ জনের বেশি হামাসের কোম্পানি কমান্ডারসহ একই পদ মর্যাদার আরও একাধিক সদস্যকে হত্যা করেছে।
আইডিএফ আরও জানিয়েছে, ইসরায়েল সেনাবাহিনী গাজায় ৪০ হাজার ৩০০ লক্ষ্যবস্তুর ওপর হামলা চালিয়েছে এবং টানেলের ৪ হাজার ৭০০টি সরু পথ খুঁজে পেয়েছে।
এদিকে গাজায় হামলার পাশাপাশি লেবাননেও হামলার ফলাফল তুলে ধরেছে ইসরায়েল। লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহর ৮০০ সৈন্যকে হত্যার দাবি করেছে, যার মধ্যে ৯০ জন কমান্ডারও রয়েছে। এছাড়া হিজবুল্লাহর ১১ হাজার স্থাপনাকে কেন্দ্র করে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল।
হামাস ও হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়িয়ে ইসরায়েলেরও কম ক্ষতি হয়নি। তেল আবিবে প্রায় ২৬ হাজারের বেশি রকেট, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। যার মধ্যে ১৩ হাজার ২০০টি হামলা চালানো হয়েছে গাজা থেকে। লেবানন থেকে চালানো হয়েছে ১২ হাজার ৪০০টি হামলা, সিরিয়া থেকে ৬০টি, ইয়েমেন থেকে ১৮০টি এবং ইরান থেকে ৪০০টি হামলা চালানো হয়েছে। যার মধ্যে গত ১৩ এপ্রিল এবং ১ অক্টোবর সরাসরি হামলা চালায় ইরান। তবে ইরাক থেকে কতটি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তা উল্লেখ করেনি ইসরায়েল।
গত এক বছর ধরে হামাস ও হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ৭২৮ জন সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। এছাড়া আহত হয়েছে ৪ হাজার ৫৭৬ জন সৈন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।