জুমবাংলা ডেস্ক : গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের জাথালিয়া গ্রামে ৪ দিনের ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এতে গ্রামের মানুষ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে।
করোনায় মারা গেছেন, মৃত নওশের আলীর ছেলে মো. শহিদ (৪৫) ও মো. মামুন (৫০)।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে মারা যায় শহিদ। ঠিক ৪ দিন পরে শনিবার (৩ জুলাই) তার বড় ভাই মামুন করোনায় আক্রান্ত হয়ে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জাথালিয়া গ্রামের বাসিন্দা ও নিহতের আত্মীয় মো. আসাদ বলেন, শহিদ ভাই আমাদের গ্রামের ইতালি বাজারে মুদি দোকানদার ছিলেন। আর মামুন ভাইয়ের ওষুধের দোকান ছিল। তিনি গ্রাম্য ডাক্তার ছিলেন। খুব ভালো মানুষ ছিলেন, গ্রামের মানুষকে নিরলসভাবে সেবা দিয়ে গেছেন। তাদের দুজনের মৃত্যুতে গ্রামে শোকের সাথে ভয় ঢুকে গেছে।
ফুলবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান হাকিম মাস্টার জানান, লাশ বিশেষ প্রক্রিয়ায় দাফনের কাজ চলছে। এলাকার অবস্থা খুবই খারাপ। মন্ত্রী ও ইউএনও সাথে কথা হয়েছে। কালকের মধ্যেই গ্রামটির সাথে সবধরনের যোগাযোগ ও চলাচল বন্ধ করে দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।