নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ার সন্মানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক ভুইঁয়া ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে … রাজিউন)। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সন্মানিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুজ্জামান ও নিহতের একমাত্র ছেলে আল আমীন ভুইঁয়া মিরাজ।
মালেক ভুইয়া ক্যান্সারে আক্রান্ত হন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি মা, স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কাপাসিয়া উপজেলার নেতারা তার বাড়িতে ছুটে যান।
আগামীকাল (১৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে তাঁর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খানসহ বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেন।
গাজীপুরের ৪৯ শতাংশ মানুষের ডেঙ্গু ও লক্ষণ সম্পর্কে কোন ধারণা নেই
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।