Advertisement
জুমবাংলা ডেস্ক : গাজীপুরে করোনা পরিস্থিতির অবনতি ঘটেই চলেছে। একজন সাংবাদিকসহ মঙ্গলবার জেলায় নতুন করে ১৬ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে সর্বাধিক ৮ জন আক্রান্ত হয়েছেন কাপাসিয়া এলাকায়। বাকি ৮ জনের তিনজন গাজীপুর মহানগর এলাকার, চারজন শ্রীপুরের ও একজন কালিগঞ্জ উপজেলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গাজীপুর জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫১ জনে। কাপাসিয়ায় আক্রান্ত ৮ জনের মধ্যে ৬ জন ছোঁয়া ফিড মিলের শ্রমিক। অন্য দুইজনের একজন নারী। এ নিয়ে মিলের ১৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেল। শ্রীপুরে আক্রান্তদের সকলের বাড়ি উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের লতিফপুর গ্রামে। গাজীপুর মহানগরীতে আক্রান্তদের একজন একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।