নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কলেজছাত্র মো. আল আমিন হোসাইনকে (১৯) কুপিয়ে হত্যার ঘটনায় মিলন রহমান (২২) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার কালামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিলন কালিয়াকৈর উপজেলার কালামপুরের খয়েজ মার্কেট এলাকার আবদুর রহমানের ছেলে। তিনি কালিয়াকৈর পৌর ছাত্রলীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
নিহত আল আমিন হোসাইন কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ গ্রামের মোতালেব মিয়ার ছেলে। তিনি উপজেলার চন্দ্রায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের ছাত্র ছিলেন। হত্যার ঘটনায় ১৮ জনকে আসামি করে গতকাল শুক্রবার সকালে কালিয়াকৈর থানায় মামলা করেন নিহতের বাবা। মামলার আসামিদের সবাই কালিয়াকৈর পৌরসভা ও জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মী।
এদিকে, আল আমিন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শনিবার (৮ জুন) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয়রা। এই কর্মসূচিতে নিহতের বাবা, দাদি, নানা ও ফুফুসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে নিহত আল আমিনের বাবা মোতালেব হোসেন বলেন, ‘ছেলেকে হারিয়ে আমার যে যন্ত্রণা হচ্ছে, তা আমি জানি। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখানে স্বাক্ষীর দরকার নেই। সিসি ক্যামেরার ভিডিও স্বাক্ষী। প্রধানমন্ত্রীর কাছে আমি ছেলে হত্যার বিচার চাই।’
নিহতের নানা আমছের আলী বলেন, ‘আমার নাতি ওদের লগেই চলতো। ওরা আমার নাতিরে ডাইক্যা নিয়া কুপাইয়া মাইরা ফালাইছে। ও (আল আমিন) কী এমন অপরাধ করছিল ওরে এইভাবে কুপাইয়া মারলি ক্যান। তোমরা আমার নাতিরে ফিরাইয়া আইন্যা দেও।’
পুলিশ জানায়, আল আমিনকে হত্যার ঘটনায় নিহতের বাবা কালিয়াকৈর থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমন খানকে প্রধান আসামি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন- মো. সাকিব, মো. হাসান, রউফ আহমেদ তারেক, সুজন সিকদার, মো. রিপন, জাহিদ হাসান খান, মো. আকাশ, মো. কাউছার, মো. মিনহাজ, মিলন রহমান, প্রেম কুমার, মো. সাকিব হোসেন, মো. হৃদয়, কামরুল ইসলাম, মো. বাদশা মিয়া, মো. শিপন হোসেন ও মো. সিফাত। নাম না জানা আসামিও রয়েছে। আসামিরা সবাই পৌর ও বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মী। গোপন সংবাদে খবর পেয়ে গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার কালামপুর এলাকা থেকে মিলন রহমানকে গ্রেপ্তার কারা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘গতকাল দিবাগত রাতে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকা থেকে আসামি মিলন রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ দেখে তাকে চিহ্নিত করা হয়।’
প্রসঙ্গত, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা গত বুধবার কলেজ ক্যাম্পাসে র্যাগ ডে উদযাপনের আয়োজন করে। অনুষ্ঠানে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ডিগ্রির শিক্ষার্থীদের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে গত বৃহস্পতিবার দুপুরে প্রকশ্যে আল আমিন হোসাইনকে কুপিয়ে হত্যা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।