নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে কলেজশিক্ষক রেজা সাঈদ আল মামুনকে (৫৩) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ভাই ও দুই ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে গাজীপুর মহানগরীর জয়েরটেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-১ এর সদস্যরা।
গ্রেপ্তাররা হলেন, কালিয়াকৈর উপজেলার সাজনধারা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে নিহত কলেজ শিক্ষকের ভাই মজিবর রহমান (৫৫), মজিবুরের দুই ছেলে মো. সুমন (২৮) ও মো. সেজান (২০)। এর আগে র্যাব-১ এর সদস্যরা মামলার অপর আসামি নিহতের বড় ভাই মোহাম্মদ আলীকে (৬৫) গ্রেপ্তার করে।
নিহত রেজা সাঈদ আল মামুন (৫৩) কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে র্যাবের গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, গত ২৮ জানুয়ারি বিকেলে কালিয়াকৈর থানাধীন ঢালজোড়া ইউনিয়নের সাজনধারা এলাকায় রেজা সাইদ আল মামুন মাঠে কাজ করার সময় আসামিরা লাঠি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী হাসিনা আক্তার (৪৫) বাদী হয়ে কালিয়াকৈর থানায় চার জনকে আসামি করে মামলা করেন।
তিনি আরও বলেন, হত্যা মামলার হুকুমদাতা হিসেবে এজাহারনামীয় আসামি মোহাম্মদ আলীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।