জুমবাংলা ডেস্ক: বাংলাদেশের গাজীপুরে কোয়ারেন্টাইনে থাকা এক ব্যক্তির দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান।
বুধবার দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, ‘করোনাভাইরাস শনাক্ত হওয়া ঐ ব্যক্তিসহ মোট আটজন গাজীপুরে কোয়ারেন্টাইনে ছিলেন। তাদের বেশিরভাগই ইতালি থেকে দেশে এসেছেন।’
আক্রান্ত ব্যক্তিকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান গাজীপুরের সিভিল সার্জন।
এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে।
তবে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির বিষয়ে এখনও কিছু জানাননি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।
এখন পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে তিন জন সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন বলে ইতোমধ্যে জানানো হয়েছে আইইডিসিআরের পক্ষ থেকে।
৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। সেসময় তিনজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর।
এরপর ১৪ই মার্চ শনিবার রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো দু’জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানান।
পরবর্তীতে সোমবার তিনজন এবং মঙ্গলবার আরো দু’জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়।
আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয় আক্রান্তদের সবাই বিদেশফেরত অথবা তাদের পরিবারের সদস্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।