নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে গরু ও পিকআপসহ মো. মইন উদ্দিন নামে চোর চক্রের এক সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. ফায়েজুর রহমান, পিপিএম।
এর আগে, রোববার ভোররাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের পূন্যারটেক এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত মইন উদ্দিন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা সুদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
ভূক্তভোগী আব্দুর রশিদ ও তার ছোট ভাই আলমগীর হোসেন বলেন, রোববার ভোররাতে আমাদের দুই ভাইয়ের পাঁচটি গরু চুরি করে পিকআপে ঢেকে নিয়ে যাচ্ছিল কয়েকজন লোক। এ সময় সন্দেহ হলে পিকআপটি থামাতে বললে চলে যাওয়ার চেষ্টা করেন তারা। একপর্যায়ে পিকআপটি রেখে চালকসহ চোর চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও মইন উদ্দিনকে ধরে ফেলে স্থানীয়রা। পরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি গরু ও পিকআপসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পাঁচটি গরু ও পিকআপসহ মইন উদ্দিনকে আটক করা হয়েছে। পরে কালীগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগী আব্দুর রশিদ। ওই মামলায় সকালে তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।