
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে মহাসড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ি চাপায় মারা গেছেন এক পথচারী।
Advertisement
হতভাগ্য এই পথচারীর নাম আবু সুফিয়ান (২৮)। তিনি নওগাঁর ধামুরহাট থানার মঙ্গলিয়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।
সোমবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই জিন্নত আলী জিন্নাহ জানান, সকাল সোয়া সাতটার দিকে সালনা রেলওভারব্রিজের উত্তর পাশ দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন আবু সুফিয়ান। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


