নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: এক গৃহবধূর আত্মহত্যার ঘটনায় তাঁর স্বামীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় মহলে দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য ও প্রশ্ন।
রোববার (২৯ জুন) বিকেল ৫টার দিকে শ্রীপুর উপজেলার কাজীপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে লিমা সরকার (২৫) নামের ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার সিংদীঘির এলাকার বিএনপি নেতা এবিএম হাসানের মেয়ে এবং খিলপাড়া গ্রামের সংবাদকর্মী রাজিব প্রধানের স্ত্রী।
পারিবারিক সূত্র বলছে, লিমা ও রাজিবের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয় ২০১১ সালে। ২০১৪ সালে পরিবারের অজান্তে তারা বিয়ে করেন। দীর্ঘদিন গোপনে সংসার করার পর ২০২৫ সালে তাদের সম্পর্ক পারিবারিক স্বীকৃতি পায়। তবে শুরু থেকেই শ্বশুর এবিএম হাসান এই সম্পর্ক মেনে নিতে নারাজ ছিলেন। তিনি জামাতা রাজিবের বিরুদ্ধে শাশুড়ির সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে পারিবারিক পরিবেশ অস্থির করে তোলেন। এতে করে দাম্পত্য জীবনে ধীরে ধীরে কালো ছায়া নেমে আসে।
রাজিব প্রধান দাবি করেন, “আমার স্ত্রী লিমা মানসিকভাবে ভেঙে পড়েছিল। বাবা ও পরিবারের আচরণে সে গভীর হতাশায় ছিল। কিন্তু আমাদের দাম্পত্য জীবন ছিল ভালোবাসায় ভরা। আমি কখনো ওকে শারীরিকভাবে আঘাত করিনি।”
অন্যদিকে, নিহত লিমার পিতা এবিএম হাসান প্রথমে হত্যা মামলা দায়েরের চেষ্টা করলেও পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত সেটি সম্ভব না হওয়ায় বাংলাদেশ দণ্ডবিধির ৩০৬ ধারা অনুযায়ী আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলাটি (নং-৬২, তারিখ: ৩০ জুন ২০২৫) শ্রীপুর থানায় রুজু হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “স্বামী-স্ত্রীর মধ্যে কিছু মনোমালিন্য ছিল। ধারণা করা হচ্ছে, এর জেরেই আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে মামলা দায়েরের পর আইনি প্রক্রিয়ায় রাজিবকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
তবে পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশের আগেই কেবল পরিবারের অভিযোগের ভিত্তিতে একজন পেশাদার সংবাদকর্মীকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোয় বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এটি কতটা আইনসঙ্গত ও ন্যায়সংগত সিদ্ধান্ত।
এদিকে, এবিএম হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও আত্মহত্যার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট নাগরিক সমাজ ও সাংবাদিক সংগঠনের নেতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।