নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভবানীপুর এলাকায় দাম্পত্য কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন এক নারী। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী সোহেল মির্জা (২২) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১ জুলাই) ভোর ছয়টার দিকে। সোহেল পেশায় রাজমিস্ত্রি। এক মাস আগে প্রেমের সম্পর্কের পরিণতিতে তিনি ময়মনসিংহের এক নারীকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তারা গাজীপুরের ভবানীপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
সোহেলের ভাই ফারুক জানান, “বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। মঙ্গলবার ভোরে পারিবারিক বিরোধের একপর্যায়ে সোহেলের স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেন। এরপর তিনি বাসা থেকে পালিয়ে যান।”
তিনি আরও বলেন, “আমরা ইতোমধ্যে জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। অভিযুক্ত স্ত্রী পলাতক রয়েছেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। আমাদের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিরা এলাকায়।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভিকটিমকে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
পলাতক অভিযুক্ত নারীকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।