নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। সোমবার (২২ জানুয়ারি) সকালে কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।
শ্রমিক, পুলিশ ও এলাকাবাসী জানান, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার শ্রমিকরা কারখানার গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় কারখানার ভেতরে অবস্থান করা স্টাফ ও শ্রমিকরা বাইরে অবস্থান করা শ্রমিকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাইরে থাকা শ্রমিক ও কারখানার ভেতরের শ্রমিকদের মাঝে পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আহত কয়েকজন শ্রমিককে উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দীপক মজুমদার জানান, শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় শ্রমিকদের বোঝানোর চেষ্টা করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকরা কারখানা ভাঙচুরের চেষ্টা করে এবং মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ বাধ্য হয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রেল লাইনে বসে মোবাইলে গেমস খেলার সময় ট্রেনে কাটা পড়ে ২ কিশোরের মৃত্যু
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।