নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে এক নারীকে (২৬) পোশাক কারখানায় ভালো চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় সহযোগিতা করার জন্য এক নারীকেও আসামি করা হয়। পরে তিন জনকে গ্রেফতার করে পুলিশ।
শনিবার (০৭ ডিসেম্বর) সকালে তাদের গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ।
গ্রেফতারকৃতরা হলো বগুড়ার শেরপুর থানার উলিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহিনুর আলম (৩১), জামালপুর সদরের জামিরা গ্রামের আশরাফ আলীর ছেলে নাজমুল ইসলাম (২৩) ও ময়মনসিংহের ত্রিশাল উপজেলার শান্তা আক্তার (৩৫)। এর মধ্যে শাহিনুর ও নাজমুল মহানগরীর গাছা থানা এলাকায় এবং শান্তা টঙ্গীর দত্তপাড়ায় বসবাস করে।
ভুক্তভোগীর মামলার বরাত দিয়ে ওসি বলেন, ভুক্তভোগী বাসন থানা এলাকায় বসবাস করেন। প্রায় দেড় বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শাহিনুরের সঙ্গে পরিচয় হয়। পরে তাদের মধ্যে যোগাযোগ চলছিল। এর মধ্যে পোশাক কারখানায় চাকরি নিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ভুক্তভোগীকে দেখা করতে বলে শাহিনুর। ১২ নভেম্বর বিকালে শাহিনুর ও নাজমুলের সঙ্গে দেখা করে। পরে টঙ্গীতে শান্তার ভাড়া বাসায় ধর্ষণ করা হয়।
ওসি কায়সার বলেন, মামলার পর তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ। তাদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।