নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে গোশল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তাওহীদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুরের দিকে পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের অ্যাড. জালাল উদ্দিনের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত তাওহীদ (১০) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরালগী গ্রামের খায়রুল ইসলামের ছেলে। সে পরিবারের সাথে চন্নাপাড়া হালিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতো।
স্থানীয়দের বরাত দিয়ে শাহীন আলম জানান,গত ৪-৫ বছর ধরে শ্রীপুরের ওই বাড়িতে ভাড়ায় থেকে তাওহীদের বাবা-মা স্থানীয় ভিনটেক্স কারখানায় চাকরি করেন। সেই সুবাদে শিশুটি বাড়িতে একাই থাকে। শনিবার সকালে উভয়ই কাজে চলে গেলে আশপাশের শিশুদের সাথে খেলা করছিল তাওহীদ।
দুপুরের দিকে কয়েকটিকে শিশুকে নিয়ে স্থানীয় জালাল উদ্দিনের পুকুরে গোশল করতে যায় সে। গোশল শেষে সবাই উঠে গেলেও তাওহীদ পানিতে তলিয়ে যায়। এসময় সাথে থাকা শিশুদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুকুরে খুঁজাখুঁজি করে পানির নিচ থেকে তাওহীদের লাশ উদ্ধার করে।
শ্রীপুর থানার কর্তব্যরত পুলিশ অফিসার উপপরিদর্শক (এসআই) কুদ্দুস মিয়া বলেন, ” খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে”।
জাতীয় বিশ্ববিদ্যালয়: ১৯ মে অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা শুরু
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।