নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে পুলিশের উপর হামলা চালিয়ে মারধর, গাড়ি ভাঙচুর ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত হোসেন প্রধান (৪৫)-সহ ২০ জনের নামে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
এ ঘটনায় শফিকুল ইসলাম বেপারী (৪০) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শফিকুল ইসলাম বেপারী কাওরাইদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল। এর আগে গতকাল সোমবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওইদিন দিবাগত রাতে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আল মামুন বাদী হয়ে মামলা দায়ের করেন।
আহত পুলিশ সদস্যরা হলেন- শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আল মামুন (৩৮) কনস্টেবল পলাশ (৩২) ও রফিকুল ইসলাম (৩৪)।
ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, গতকাল সোমবার ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থলে যাওয়ার পরপরই অভিযুক্তরা পুলিশের উপর হামলা চালায়। মারধর কুপিয়ে গুরুতর আহত করে পুলিশের তিন সদস্যকে। সন্ত্রাসীরা এ সময় পুলিশের ব্যবহৃত একটি সিএনজি ভাঙচুর চালায়। পুলিশের ওয়াকিটকি, মোবাইল ফোন ও ডায়েরি কেড়ে নেয়।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আহত শ্রীপুর থানার উপ-পরিদর্শক মামলার বাদী (এসআই) শামীম আল মামুন বলেন, ‘৯৯৯ এ খবর পেয়ে দুজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। সেকানে যাওয়ার পরপরই সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালিয়ে মারধর শুরু করে। আমার সঙ্গে থাকা দুজন পুলিশ সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করে। একজন পুলিশ সদস্যকে ধারালো দা দিয়ে কোপায়। আমার সাথে থাকা ওয়াকিটকি ও মোবাইল ছিনিয়ে নেয়।’
তিনি আরও বলেন, ‘অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এক নারীর মাধ্যমে তারা ওয়াকিটকি, মোবাইল ফোন এবং ডায়েরি ফিরিয়ে দেয়। এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছি।’
কালীগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।