নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ইউসুফ আলী ভুইয়া উচ্চ বিদ্যালয়ের দপ্তরি আরিফ হোসেনকে (৩০) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছেন। রোববার (২০ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন উপজেলার বারিষাব ইউনিয়নের কীর্তুনিয়া গ্রামের মালেক ভুইয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আসাদুল্লাহকে (২৮) আটক করা হয়েছে। তিনি একই গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। আটক আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
ওসি আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, “স্কুল চলাকালীন সময়ে হঠাৎ খবর পাই আরিফ ছুরিকাহত হয়েছে। আমরা দৌড়ে গিয়ে দেখি, সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।”
স্থানীয় ইউপি সদস্য সুলতান উদ্দিন জানান, প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, স্কুলসংলগ্ন এক দোকানে বসে ছিলেন আরিফ। এ সময় হঠাৎ পিছন থেকে এসে এক যুবক তাকে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করলে উপস্থিত লোকজন তাকে ধরে ফেলেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আহত অবস্থায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আল আমিন হোসেন রাকিব তাকে মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।