নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো কারখানার শ্রমিকরা টানা ৬ দিন আন্দোলন করার পর অবশেষে বেতন পেয়েছেন শ্রমিকরা। বেতন পেয়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে অবরোধ প্রত্যাহার করেছেন তারা।
এছাড়াও জিরানী এলাকার হা–মীম গ্রুপের দ্যাটস ইট নিট লিমিটেড শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় তারাও দুপুরের দিকে সড়ক ছেড়ে দিয়েছেন।
অক্টোবরের বেতনের দাবিতে বৃহস্পতিবার ষষ্ঠ দিনের মতো গাজীপুরের চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। এইদিন সকাল ৯টা থেকে আন্দোলনকারী শ্রমিকেরা গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকায় অবস্থান নেন। কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুরের সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় ৪০ হাজার শ্রমিকের অক্টোবরের বেতন বাকি রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শ্রমিকদের মুঠোফোনে বেতনের টাকা পাঠানো শুরু করেন বেক্সিমকো কর্তৃপক্ষ। বেতনের টাকা পেয়ে রাত পৌনে ৮ টার দিকে শ্রমিকেরা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেন। এরপর চন্দ্রা-নবীনগর সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়।
এদিকে বৃহস্পতিবার ১২ দফা দাবিতে জিরানী এলাকার নিট লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কারখানার মালিকপক্ষ, শ্রমিক, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা কারখানার ভেতরে দুপুর সাড়ে ১২টার দিকে বৈঠক করেন। বৈঠকে শ্রমিকদের সব দাবি মেনে নিলে তারাও দুপুরের পর সড়ক থেকে সরে যান।
গাজীপুর শিল্পাঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, “সন্ধ্যার পর থেকে শ্রমিকদের বেতন দেওয়া শুরু হয়। বেতন পাওয়ার পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।