জুমবাংলা ডেস্ক: আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর সিটি। ৫৭টি ওয়ার্ড নিয়ে ২০১৩ সালে গঠিত হয়েছে। আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে এ সিটি করপোরেশনের নির্বাচন। ইতোমধ্যে জমে উঠেছে নির্বাচনি লড়াই। এবার নির্বাচনে সব চেয়ে আলোচিত মামা-ভাগিনা আর চাচা-ভাতিজার ভোটের লড়াই। যুগান্তরের প্রতিনিধি মো. মোরশেদ আলম-এর প্রতিবেদনে উঠে এসেছে বিস্তারিত।
এ সিটির ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. কাউসার আহম্মেদ। তিনি কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন। অপর তিন প্রার্থীর মধ্যে একজন যুবলীগ নেতা মো. জহিরুল ইসলাম (জহির), কোনাবাড়ী থানা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও মো. আহসান পালোয়ান, ব্যবসায়ী মো. হামিদুর রহমান (রনি)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কাউছার আহম্মেদ এবং জহিরুল ইসলাম (জহির) সম্পর্কে চাচা-ভাতিজা। এ ওয়ার্ডে ভাসমান ভোটারের সংখ্যা বেশি। সাধারণ ভোটাররা বলেন, এলাকার উন্নয়নে যিনি কাজ করবেন আমরা তাকেই ভোট দেব।
১০নং ওয়ার্ডটিতে নির্বাচনে প্রার্থী হয়েছেন সাবেক কাউন্সিলর কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান এমএ। এছাড়া বর্তমান কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন দুলালও প্রার্থী হয়েছেন। তারা সম্পর্কে মামা ও ভাগিনা। দুই প্রার্থীরই এলাকায় জনসমর্থন রয়েছে। রয়েছে নিজস্ব ভোট ব্যাংক। মামা এবং ভাগিনার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন এলাকাবাসী।
গাজীপুর সিটি করপোরেশনের জনসংখ্যা প্রায় ৬৫ লাখ। দেশের প্রায় ৭৫% গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান এ অঞ্চলে অবস্থিত। আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনের আঞ্চলিক রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গত ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধতা পেয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন মেয়রসহ সব ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।