Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বিপ্লব সাধু (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার কাওরাইদ বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক বিপ্লব সাধু কাওরাইদ গ্রামের মৃত নারায়ণ পাগলার ছেলে। রাতেই তাকে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, যৌথ বাহিনী বিপ্লব সাধুর ঘরে অভিযান চালিয়ে সিলিংয়ের ওপর থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করে। এছাড়া তার ঘর থেকে দেশীয় অস্ত্রও পাওয়া যায়।
তিনি আরও জানান, বিপ্লব সাধুর বিরুদ্ধে মাদক ও অস্ত্র-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। বুধবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।