নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে শাশুড়িকে লক্ষ্য করে গুলি করার অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছে লোকমান হোসেন (৩৬) নামে এক জামাতা।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে তাকে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার হক মার্কেট এলাকা থেকে পিস্তল ও গুলিসহ আটক করেছে পুলিশ।
আটক লোকমান হোসেন হক মার্কেট এলাকার রুস্তম আলী হাজীর ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) এ.কে. এম আহসান হাবীব জানান, লোকমান একই এলাকায় বিয়ে করেন। তার একটি বাড়ি নির্মাণাধীন রয়েছে। ওই বাড়ি নির্মাণের জন্য তিনি শ্বশুর বাড়িতে টাকা দাবি করে বিভিন্ন সময় পিস্তলের ভয় দেখিয়ে টাকা আদায় করতেন। শুক্রবার দুপুরে লোকমান ফের টাকা দাবি করেন।
এ সময় তার শাশুড়ি বাড়ি মেয়ের (লোকমানের স্ত্রী) নামে লিখে দিতে বলেন। এই নিয়ে শাশুড়ি–জামাইয়ের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে লোকমান শাশুড়িকে লক্ষ্য করে গুলি ছুড়ে, তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। খবর পেয়ে অভিযান চালিয়ে লোকমানকে আটক করা হয়েছে। তার নির্মাণাধীন বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।