Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home গাজীপুরে শ্রমিকদের আন্দোলনে তীব্র যানজট: ২১ কারখানায় ছুটি
    গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

    গাজীপুরে শ্রমিকদের আন্দোলনে তীব্র যানজট: ২১ কারখানায় ছুটি

    rskaligonjnewsNovember 10, 2024Updated:November 10, 20243 Mins Read
    Advertisement

    নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুর মহানগরের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন টি এন জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট তৈরি হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ তুলে না নেওয়ায় এখনো যানজট অব্যাহত রয়েছে।

    গাজীপুরে শ্রমিকদের আন্দোলনে তীব্র যানজট, ২১ কারখানায় ছুটি

    এদিকে শ্রমিক অসন্তোষসহ নানা দাবিতে আন্দোলনের কারণে গাজীপুর জেলায় ২১টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। গাজীপুর শিল্প পুলিশের এসপি সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

    বন্ধ কারখানাগুলোর মধ্যে রয়েছে কোনাবাড়ি-জিরানী এলাকার রেজাউল অ্যাপারেলস লিমিটেড, কেএম নোবলী গার্মেন্টস, বানিকা ফ্যাশন লিমিটেড, ডোরিন গার্মেন্টস, ডরিন অ্যাপারেলস, লাইফ টেক্টটাইল, এবিএম ফ্যাশন, পিএন কম্পোজিট নিট লিমিটেড, ভোগড়া বাইপাস এলাকার টিএনজেড অ্যাপারেলস, বেসিক ক্লথ লিমিটেড, অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড, বেসিক নিটওয়্যার লিমিটেড প্রভৃতি।

    এর আগে শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। রাত পৌনে ৯টা পর্যন্ত তা অব্যাহত ছিল।

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, শ্রমিকদের মহাসড়ক অবরোধের কারণে সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। মহাসড়কের দক্ষিণ দিকে টঙ্গীর কাছাকাছি যানজট গিয়ে ঠেকে। আমরা অনেক গাড়ি বিকল্প পথে চলাচলের ব্যবস্থা করেছি। এছাড়া মহাসড়কে অনেকগুলো ডাইভারসন আছে, সেগুলো দিয়ে চালক ও যাত্রীরা চলাচল করছেন। মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে কথা বলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

    গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ, উত্তর) নাজির আহমেদ বলেন, সকাল থেকে এ পর্যন্ত ১০-১২ বার শ্রমিকদের সঙ্গে আমরা দফায় দফায় আলোচনা করেছি। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত তাদের বকেয়া আদায়ের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু অতীতে মালিকপক্ষ কথা রাখেনি এমন অভিযোগ তুলে শ্রমিকরা প্রথমে বলেছিলেন দুপুর ২টায় অবরোধ তুলে নেবেন। পরে বলেছিলেন, বিকেল ৫টায় অবরোধ তুলে নেবেন। কিন্তু তারা অবরোধ তুলে নেননি। এখন তারা বলছেন, রাত ১০টায় অবরোধ তুলে নেবেন। তারপরও আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি। কিন্তু তারা কোনো আশ্বাস মানতে রাজি হচ্ছেন না। ফলে মহাসড়কের যানজট নিরসন করা সম্ভব হচ্ছে না।

    দিনভর যানজটে আটকা পড়েছেন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা। স্ত্রী ও তিন বছরের শিশু নিয়ে নেত্রকোনা থেকে ঢাকার উদ্দেশ্যে আসেন আলম হোসেন নামের এক পোশাকশ্রমিক।

    তিনি বলেন, ‘দুপুর ১২টার দিকে চান্দনা চৌরাস্তার অদূরে বাস থেকে আমাদের নামিয়ে দেয়। দীর্ঘক্ষণ চান্দনা চৌরাস্তায় অবস্থান করেও কোনো যানবাহন না পেয়ে বিকল্প পথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। তবে বাচ্চারা খুব কান্না করছে।’

    ময়মনসিংহ থেকে আসা বাসচালক কালাম হোসেন বলেন, ‘সকাল সাড়ে ৯টা থেকে যানজটে বসে আছি। আন্দোলনকারীরা প্রথমেই আমার গাড়ি আটকায়। গাড়ি নিয়ে পেছনে ফিরে যাবো তারও কোনো সুযোগ নেই।’

    মেহেদী হাসান নামের এক যাত্রী বলেন, ‘১১টা বাজার আগে ১৫-২০ বার আমাদের গাড়ি আটকিয়েছে। আমার ৬ মাসের বাচ্চাসহ ৩-৪ জন নারী গাড়ির ভেতরে আছেন। চরম ভোগান্তিতে পড়েছি। এরকম নাকি (আন্দোলন) আরও দু-তিনবার করেছে। সরকারের উচিত একটা সমঝোতা করা।’

    গাজীপুর শিল্পপুলিশ ও শ্রমিকরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় টি এন জেড অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানা রয়েছে। ওই কারখানার শ্রমিকদের বেতন-ভাতা না দিয়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ রেখেছে। এ নিয়ে শ্রমিকরা দীর্ঘদিন ধরেই তাদের বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি।

    শনিবার সকালে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা মালেকের বাড়ি কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

    উত্তরাঞ্চলের মানুষ অনেক ধর্মপ্রাণ, বললেন জামায়াত আমীর

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    (২১ আন্দোলনে কারখানায় গাজীপুর গাজীপুরে ছুটি ঢাকা তীব্র বিভাগীয় যানজট শ্রমিকদের সংবাদ
    Related Posts
    রোলস রয়েস

    পূর্বাচলে বিলাসবহুল রোলস রয়েস দুমড়ে গেল কুকুরের দৌড়ে

    July 21, 2025
    Doulatpur

    যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অবশেষে প্রশাসনের অভিযান

    July 21, 2025
    Tacher

    সাতক্ষীরায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে যুবক নিহত

    July 21, 2025
    সর্বশেষ খবর
    এসইও শেখার বাংলা গাইড

    এসইও শেখার বাংলা গাইড: শুরু করুন সহজে – ডিজিটাল দুনিয়ায় নিজের জায়গা তৈরি করুন!

    আইফোনের অজানা ফিচার

    আইফোনের অজানা ফিচার: আপনার ডিভাইসের লুকানো সুপারপাওয়ার!

    বিএনপি

    ‘শাহী চোর-চাঁদাবাজ হলো আওয়ামী লীগ আর বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ’

    সোনাক্ষী

    এয়ারপোর্টে স্বামীর গায়ে হাত এবং কড়া ভাষায় তিরস্কারও করেলেন সোনাক্ষী!

    মুস্তাফিজ

    টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রান খরচের রেকর্ড গড়লেন মুস্তাফিজ

    বিখ্যাত ইউটিউবারদের আয়

    বিখ্যাত ইউটিউবারদের আয়: রহস্য উন্মোচন!

    রোলস রয়েস

    পূর্বাচলে বিলাসবহুল রোলস রয়েস দুমড়ে গেল কুকুরের দৌড়ে

    ঘরোয়া স্বাস্থ্য টিপস

    ঘরোয়া স্বাস্থ্য টিপস: আপনার দৈনন্দিন জীবনে সুস্থতার সহজ রহস্য

    Fix Android Internet Issues

    Fix Android Internet Issues: Quick Solutions

    অনুপম

    আমি এবং কিরণ এখন আলাদা ঘরে থাকি: অনুপম

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.