নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে এক পোশাকশ্রমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের সিআরসি গার্মেন্টসের পাশে এ ঘটনা ঘটে।
নিহত সৈকত (১৯) বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাওরাখালি গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের ইব্রাহিমের বাসায় ভাড়া থেকে স্থানীয় এমএচইসি এ্যাপারেলস কারখানায় কোয়ালিটি পদে চাকরি করতেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘‘সৈকতের সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়ের সাবেক প্রেমিক সৈকতকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।’’
তিনি আরো বলেন, ‘‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাঈয়িদা ইমরোজ ইমা বলেন, ‘‘মৃত অবস্থায় স্বজনেরা সৈকতকে হাসপাতালে নিয়ে আসে। তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।