নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর হতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এসময় মাদকবাহী একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প প্রেস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আটকরা হল হবিগঞ্জের মাধবপুর থানার কমলপুর এলাকার আব্দুল মুতালিবের ছেলে সুজন মিয়া (৩২) এবং একই জেলা ও থানার হরিনখোলা এলাকার সেলিম মিয়ার ছেলে আশরাফুল হাসান কামাল (২০)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব-১ এর পোড়াবাড়ির ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদে জানতে পারে উত্তরবঙ্গ থেকে গাঁজার একটি চালান গাজীপুরের ভোগড়ার দিকে যাচ্ছে। পরে এ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে তাৎক্ষণিক নাওজোর এলাকার টাঙ্গাইল-গাজীপুর মহাসড়কে অভিযান চালিয়ে ওই ৩০ কেজি গাজাসহ দুইজনকে আটক করে। এসময় তাদের নিকট থেকে একটি কাভার্ডভ্যান এবং নগদ টাকা জব্দ উদ্ধার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।