নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মনিপুর এলাকায় শনিবার গভীর রাতে ঝুটের তিনটি গুদামে অগ্নিকাণ্ড হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সদস্যরা দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৪টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ঝুট গুদামগুলোর মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে মনিপুর এলাকায় একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের আরও দুটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে ঝুট গুদামের সমস্ত মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বলেন, শনিবার রাত ২টা ২০ মিনিটের সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও পরে শ্রীপুর ফায়ার স্টেশন থেকে আরও দুটিসহ মোট চারটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোররাত ৪টা ৭ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।