নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী। রোববার (১৮ আগস্ট) বিকেলে গাজীপুর মহানগরের মোল্লা কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।
মহানগর জামায়াতের উদ্যোগে শাহাদাত বরণকারী ১০টি পরিবারকে ২০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। আহত ২০ জন ব্যক্তিকে ২০ হাজার টাকা করে চার লাখ টাকা সহায়তা দেওয়া হয়।
মহানগর জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে শহীদ ও আহত পরিবারের সদস্য, মহানগর নায়েবে আমীর খায়রুল হাসান, মহানগর সহকারী সেক্রেটারি হোসেন আলী, মহানগর কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী, ছাত্র শিবিরের গাজীপুর মহানগর সেক্রেটারি প্রমুখ উপস্থিত ছিলেন।
গাজীপুরে মাদ্রাসা ছাত্র হত্যা, আ’লীগের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.