Advertisement
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের পর এবার গাজীপুর, ময়মনসিংহ ও কেরাণীগঞ্জকে প্রাণঘাতী করোনাভাইরাসের ‘হটস্পট’ ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ বারিধারার বাসভবন থেকে যুক্ত হয়ে এই ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, প্রশাসনের লোক, আর্মি, পুলিশ ও গণমাধ্যমের কর্মীরা যারা জরুরি সেবায় কাজ করেন তারাও করোনায় আক্রান্ত হচ্ছেন।
জাহিদ মালেক জানান, বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ২১৯ জন নতুন করে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। ১৭৪০ টেস্ট করা হয়েছে গত ২৪ ঘন্টায়। ১৪৮৬৮ মোট টেস্ট করা হয়েছে। যার মধ্যে ১২৩১ মোট আক্রান্ত। নতুন করে মৃত্যুবরণ করেছেন চারজন। নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ তিনজন, নারী একজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



