নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগর ভবনের মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় ৪ হাজার ৯ কোটি ২০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র জায়েদা খাতুন। সভায় ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের মেয়রের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম, কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, গাজীপুর সিটি কর্পোরেশনের ২০২৪-২৫ অর্থবছরে এবার ১১টি খাতে আয় ধরা হয়েছে ৪ হাজার ৯ কোটি ২০ লাখ ২৪ হাজার টাকা। আর যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, স্বাস্থ্যসেবাসহ ১৬টি খাতে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ২৪৪ কোটি ৬২ লাখ ৯ হাজার টাকা।
বাজেট সভায় প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, এবারের বাজেটে হচ্ছে জনকল্যাণমুখী বাজেট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট দেশ গড়ার পাশাপাশি নগরকে গ্রিন ও ক্লিন সিটিতে উন্নীত করতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। এতে রাস্তা ঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও মশক নিধনে গুরুত্ব দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।