গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরসহ দুইজন গ্রেপ্তার

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ৪৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাদেক আলী ও টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে করা একটি মামলায় আজ মঙ্গলবার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরসহ দুইজন গ্রেপ্তার

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা একটি হত্যা মামলায় গাসিকের সাবেক কাউন্সিলর সাদেক আলী ও আওয়ামী লীগ নেতা রজব আলীকে আসামি করা হয়। আজ মঙ্গলবার দুপুরে টঙ্গী পূর্ব থানার পুলিশ টঙ্গীর মরকুন টিঅ্যান্ডটি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।

বিকেলে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হবে।