নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। পরে সেনাবাহিনীর মধ্যস্থতায় যান চলাচর স্বাভাবিক হয়।
শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলার চক্রবর্তী এলাকায় ওই মহাসড়ক অবরোধ করেন তারা। পরে সেনাটহল ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের রাস্তা হতে সরিয়ে নেয়।
জানা যায়, সকালে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে ভোগান্তি পড়েন সাধারণ যাত্রীরা।
পরবর্তীতে সেনাটহল ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের রাস্তা হতে সরিয়ে নেয়। পরে মহাসড়কের যান চলাচলে স্বাভাবিক হয়। ঘটনাস্থলে শিল্প পুলিশ থানা পুলিশ সেনা টহল রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।