বিনোদন ডেস্ক: মঞ্চে নাচতে নাচতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন যোগেশ গুপ্ত নামের এক শিল্পী। ঘটনাটি ঘটেছে ভারতের জম্বুতে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নাচার সময় হঠাৎ মঞ্চে পড়ে যান সেই শিল্পী। কিন্তু উপস্থিত দর্শকরা তার পড়ে যাওয়ার কারণ বুঝতে পারেননি। তারা সেটিকে নাচের অংশ ভেবে হাততালি দিতে থাকেন।
কিছুক্ষণই পরই মঞ্চে দাঁড়িয়ে থাকা একজন বুঝতে পারেন, সেই শিল্পীর পড়ে যাওয়াটা স্বাভাবিক নয়। তিনি ছুটে আসেন। কিন্তু ততক্ষণে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ২০ বছর বয়সী যোগেশ।
প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানিয়েছেন, মঞ্চে পড়ে যাওয়া অবস্থায় সাহায্য চেয়েছিলেন যোগেশ। কিন্তু উৎসবের হুল্লোড় আর দর্শকের হাততালিতে কেউ সেটি বুঝতে পারেননি।
20 year old Jammu girl dies of heart attack while performing on stage. Could CPR have saved her ? Did lack of public awareness lead to her death? pic.twitter.com/w7lMoHGC4a
— Sudhir Chaudhary (@sudhirchaudhary) September 8, 2022
জানা গেছে, প্রয়াত যোগেশ গুপ্ত জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। পুরুষ হয়েও পৌরাণিক নারী-পুরুষ উভয় চরিত্রের অভিনয়শিল্পী হিসেবে পরিচিত ছিলেন তিনি। গণেশ উৎসব উপলক্ষে জম্মুর বিসনাহ এলাকায় একটি অনুষ্ঠানে পার্বতী সেজেছিলেন যোগেশ। সেখানেই তার পৃথিবী ভ্রমণ শেষ হয়।
সূত্র: আনন্দবাজার
বলিউডের বদৌলতেই কোটিপতি, এলাহী বাড়ি-গাড়ির পাশাপাশি বিলাসবহুল যা কিছু আছে ক্যাটরিনার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।