বার্সেলোনার অনুরোধ রাখল না লা লিগা
স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা দলে যে কয়জন সম্ভাবনাময় তরুণ আছেন, গাভি (Gavi) তাদের মধ্যে অন্যতম। তারকা এই মিডফিল্ডারের সঙ্গে নবায়নকৃত চুক্তি নিবন্ধনের জন্য ক্লাবটির অনুরোধ প্রত্যাখ্যান করেছে লা লিগা কর্তৃপক্ষ। খবর ইএসপিএনের।
১৮ বছর বয়সী গাভির সঙ্গে কাতালান ক্লাবটির চুক্তি ছিল ২০২২-২৩ মৌসুম পর্যন্ত। লিভারপুল, বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো তার ব্যাপারে আগ্রহী ছিল। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে সমঝোতা হয়ে যায় গাভি ও বার্সার মধ্যে।
আগামী সেপ্টেম্বর থেকে নতুন শর্তে ২০২৬ সাল পর্যন্ত ক্যাম্প ন্যুয়ে থাকতে সম্মত হয়েছেন গাভি। যে চুক্তিতে রিলিজ ক্লজ হিসেবে ১ বিলিয়ন ইউরো ধার্য করা হয়েছে।
জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে গাভিকে সিনিয়র দলের (প্রথম দল) স্কোয়াডে নতুন করে রেজিস্ট্রেশনভুক্ত করার আশায় লা লিগার কাছে এসব নথিপত্র দাখিল করেছিল বার্সেলোনা।
২০২১ সাল থেকেই বার্সেলোনার সিনিয়র দলে খেলছেন গাভি। তবে স্পেনের এই তারকা ফুটবলার কৌশলগতভাবে যুব দলের খেলোয়াড় হিসেবেই রয়ে গেছেন।
একটি সূত্র ইএসপিএনকে জানায়, বার্সেলোনার এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে লা লিগা। কারণ স্কোয়াডের ব্যয়সীমার মধ্যে গাভিকে নিবন্ধন করার মতো পর্যাপ্ত সুযোগ নেই। তবে এমন সিদ্ধান্ততে আশ্চর্য হওয়ার মতো কিছু ছিল না। কারণ বার্সেলোনাও জানতো তাদের সীমাবদ্ধতা ছিল।
বার্সার আশা ছিল গত নভেম্বরে ডিফেন্ডার জেরার্ড পিকে অবসরে যাওয়ায় এবং ফরোয়ার্ড মেম্ফিস ডিপাই অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেয়ায় তাদের ব্যয় সীমায় পর্যাপ্ত সুযোগ হয়েছে। তবে লা লিগা বলেছে, এ জন্য তাদেরকে আরও কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে।
রাতের ঘুম উড়িয়ে দেবে উল্লুর এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।