‘গায়ের রং দেখে নিয়োগ দেওয়া হয়’ পাকিস্তানের কোচ
স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগেই পাকিস্তানের হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় কিউই কোচ ব্রাডবার্নকে। এর কঠোর সমালোচনা করে পিসিবির সাবেক প্রেসিডেন্ট রমিজ রাজা বলেছেন, গায়ের রং দেখে নিয়োগ দেওয়া হয় পাকিস্তানের হেড কোচ।
২০২২ সালের শেষের দিকে নাজাম শেঠি বলেছিলেন, ‘স্থানীয় কোচরা পেশাদার নন। পাকিস্তানের তারকারা খেলোয়াড়রা শেখাতে পারেন না। বিদেশি কোচ স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব করবে না, কিন্তু স্থানীয় কোচরা করবে। কারণ এটাই আমাদের সংস্কৃতি। খবর ক্রিকেট পাকিস্তানের।
ক্ষুব্ধ রাজার মতে, পাকিস্তানি কোচদের এভাবে উপেক্ষা করা অবিচার। এমনকি তাদের নিয়োগ দেওয়া না হলেও তাদের সম্মান করা উচিত বলে মনে করেন তিনি। স্থানীয় কোচদের রাজনীতিতে জড়িয়ে পড়ার যে দাবি করেছেন শেঠি, সেটিকেও অবিবেচকের মতো কথা বলে উল্লেখ করেছেন রাজা।
রাজা বলেন, ‘পাকিস্তানের কোচদের দায়িত্ব না দেওয়া অবিচার। আপনি তাদের নিয়োগ দিতে না পারলেও অন্তত সম্মান দিন। আপনি বলতে পারেন না তারা রাজনীতি করে এবং অথর্ব।’
যথেষ্ট অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও কোচ হিসেবে ব্রাডবার্নের নিয়োগে কঠোর সমালোচনা করে রাজা বলেছেন, ‘তারা (পিসিবি) এমন একজন হেড কোচ নিয়োগ করেছে ক্রিকেটাঙ্গনে যার কোনো অভিজ্ঞতা নেই। তার হাতেই পাকিস্তান দলকে তুলে দেওয়া হয়েছে। এটির কারণ, তার গায়ের রং আমাদের থেকে আলাদা এবং সে রাজনীতি করবে না। নিম্ন মানসিকতার লোকজনই এমন চিন্তা করতে পারে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।