বিনোদন ডেস্ক: ‘গার্মেন্টস কর্মীদের ভাড়া করে এনে সিনেমা দেখাচ্ছেন অনন্ত জলিল’। ঈদে ব্যবসায়ী অভিনেতার ‘কিল হিম’ হলে মুক্তির একদিন পরেই সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে এমন খবর ছড়িয়ে যায়। কতটা সত্যি এই অভিযোগ? তা নিয়ে অবশেষে মুখ খুললেন অনন্ত জলিল। দিলেন কড়া জবাব।
অনন্ত জলিল বলেন, ‘যে এই কথা বলেছে তার বাবা ভাড়া করে নিয়ে আসছে। এই যে ছোটলোকেরা যে বলে, গার্মেন্টসকর্মী, আরে ছোটলোক গার্মেন্টস সম্মন্ধে তো তোমার ধারণাই নাই। ছোটলোক কোথাকার, এটা বলো কেন। এই কারণে আজকে আমি রাগ হচ্ছি। এই যে বর্ষা, মধুমিতা হলে ‘দিন-দ্য ডে’র সময় কেঁদে ফেলেছিল, এই কথার কারণে।’
সোমবার যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টার সিনেমাসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অনন্ত জলিল।
এই নায়ক আরও বলেন, ‘আরে ছোটলোক তোমার ছবিতে তুমি লোক আনো। তোমার ছবি মানুষ দেখতে আসুক ছোটলোক কোথাকার। এই ধরণের কথা কেন বলবে ছোটলোকরা। এইগুলো দর্শক বলে না। কিছু পোষা লোক, টাকায় পোষা লোক, কয়েকটা লোক ফেসবুক-ইউটিউবের মধ্যে ছড়াচ্ছে, এগুলো মিথ্যা কথা। আমরা তো দেখি এগুলো। এগুলো কেন ছড়াবে। এসব ছোটলোকদের কথায় কান দিয়ে লাভ নেই। যাদের মানসম্মান নেই, তারাই এ ধরণের কথা বলে।’
সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে অনন্ত জলিল বলেন, ‘আপনারা গতকাল (রবিবার) বসুন্ধরায় ছিলেন না? আপনাদের কাছে মনে হয়েছে একটাও আমাদের লোক। তাহলে এগুলো আপনারা প্রতিবাদ করেন না কেন, আপনাদের নিউজে তুলে ধরেন না কেন।’
এর আগে রবিবার দর্শক ও ভক্তদের সঙ্গে দেখা করতে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের স্টার সিনেপ্লেক্সে গিয়েছিলেন অনন্ত জলিল। সঙ্গে ছিলেন তার স্ত্রী তথা ‘কিল হিম’ সিনেমার নায়িকা বর্ষা। অভিযোগ ওঠে, সেখানে অনন্ত জলিলের ভাড়া করা লোকজন সাংবাদিকদের গায়ে হাত তুলেছেন। তা নিয়েও কথা বলেন এই নায়ক।
তিনি বলেন, ‘আমার সারারাত অনেক কষ্ট লেগেছে। কালকে রাতে যখন আমি অনেকের কাছ থেকে শুনেছি যে, সাংবাদিক ভাইদের গায়ে হাত তুলেছে, সাংবাদিক বোনদের গায়ে হাত তুলেছে। আপনারা কাল (রবিবার) আধা ঘণ্টার মতো বসুন্ধরার ফুড কোডে ছিলেন। বর্ষাকে আপনারা ক্যামেরায় দেখেন নাই। কেন দেখেন নাই? ওকে চার-পাঁচটা মেয়ে ঘেরাও করে ধরে রেলিংয়ের ওখানে রেখে দিয়েছে, কারণ এতো লোক আসছে। এর ভেতরে কে বা কারা কী করেছে সেটা আপনারা জানতে পারেন।’
এদিকে, অভিযোগ উঠেছে, ‘কিল হিম’ সিনেমার পরিচালক মো. ইকবালকে কে বা কারা হত্যার হুমকি দিয়েছে। তা নিয়ে ইকবাল গুলশান থানায় জিডি করেছেন। অর্থাৎ, মুক্তির পর থেকে এ সিনেমা নিয়ে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। নির্মাতা কর্তৃপক্ষের দাবি, নাম খারাপ করার জন্যই উদ্দেশ্যমূলক ভাবে এমনটা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।