জুমবাংলা ডেস্ক : চলন্ত গাড়ির সামনের কাচে ফণা তুলছে সাপ। এমনকি ওই সাপ গাড়ির ভেতরে প্রববেশর রাস্তাও খুঁজতে থাকে। কিন্তু তাকে কায়দা করে ফেলে দেয়া হয় গাড়ি থেকে।
সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর ভাইরাল হয়ে গেছে। চলন্ত গাড়িতে বিশালাকার সাপ দেখে ঘাবড়ে না গিয়ে দ্রুততার সঙ্গে গাড়ি চালিয়ে যাওয়ার জন্য নেটিজেনদের প্রশংসাও কুড়িয়েছেন গাড়ি চালক।
ঘটনাটি ঘটেছে মিসৌরির কানসাস শহরে। দুই ব্যক্তি গাড়িতে চড়ে যাওয়ার সময় খেয়াল করেন, তাদের গাড়ির পাশ থেকে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে একটি বৃহতাকার সাপ।
তবে সাপটি কোথা থেকে হঠাৎ এসে পড়ল তা জানা যায়নি। বেশ কিছুক্ষণ ধরে গাড়ির সামনের কাচে ফণা তুলে দাঁড়িয়ে ছিল সাপ বাবাজি। এমন সময় চালক বুদ্ধি করে গাড়ির ওয়াইপার চালু করে দেন। যার ধাক্কায় গাড়ি থেকে ছিটকে পড়ে যায় সাপটি।
ভিডিওটি দেখুন :
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।