Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home গিনিকে পরাজিত করে বড় জয় পেলো ব্রাজিল
    খেলাধুলা ফুটবল

    গিনিকে পরাজিত করে বড় জয় পেলো ব্রাজিল

    rskaligonjnewsJune 18, 20233 Mins Read
    Advertisement

    স্পোর্টস ডেস্ক:  কাতার বিশ্বকাপ থেকে দুঃস্বপ্নের মতো কাটছে ব্রাজিলের। বিশ্বমঞ্চে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল তারা। এরপর প্রীতি ম্যাচে মরক্কোর বিপক্ষেও হেরেছে দলটি। এতে যেন নিজেদের চেনা ছন্দই হারিয়ে ফেলেছিল সেলেসাওরা। চোট থেকে পুরোপুরি ফিট না হওয়ায় দলে নেই দলের তারকা নেইমার জুনিয়রও। তবুও অবশেষে গিনির জালে ‘এক হালি’ গোল দিয়ে জয়ে ফিরল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

    ব্রাজিল-গিনি

    শনিবার (১৭ জুন) রাতে স্পেনের বার্সেলোনার আরডিসি এস্পানিওল স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গিনির বিপক্ষে মাঠে নেমেছিল নেইমারবিহীন ব্রাজিল। তবুও ৪-১ গোলে বড় জয় পেয়েছে র‍্যামন মেনেজেসের শিষ্যরা। বিজয়ী দলের হয়ে একটি করে গোল করেন অভিষিক্ত জোয়েলিনটন, রদ্রিগো, এডার মিলিতাও ও ভিনিসিয়াস জুনিয়র। আর গিনির হয়ে একমাত্র জালের দেখা পান সেরহ গুরাইসি।

    সাম্প্রতিক সময়ে প্রতিপক্ষের মাঠে বার বার বর্ণবাদী আচরণের শিকার হন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস। এরপর তার পাশে এসে দাঁড়ান ফিফা সভাপতিসহ বিশ্বের অনেক তারকা। তাই বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে এদিন চিরাচরিত হলুদ বা নীল জার্সি না পরে কালো জার্সি পরে মাঠে নামে লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তিরা।

    এদিন ম্যাচের শুরুতে বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে লড়াইয়ের আভাস দেন গিনির ফুটবলাররা। তাদের সামাল দিতে গিয়ে শুরুতে বেশ বেগ পেতে হয় সেলেসাওদের। এতে রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়রদের বেশ কিছুটা সময় বোতলবন্দী করে রাখে দলটির ডিফেন্ডাররা। তাতে শুরুতে বলার মতো কোনো সুযোগই তৈরি করতে পারেনি সেলেসাওরা

    উল্টো প্রতিপক্ষের এক খেলোয়াড়কে দৌড়ে এসে ফাউল করে বসেন লুকাস পাকুয়েতা। ম্যাচের ২১তম মিনিটে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। এর মিনিট ছয়েক পরেই জালের দেখা পায় সবশেষ ২০০২ সালে বিশ্বকাপজয়ীরা। রদ্রিগোর ফ্রি কিকের শটে বল জালে জড়ান জাতীয় দলে প্রথমবার মাঠে নামা জোয়েলিনটন।

    ২৭তম মিনিটে প্রতিপক্ষের ডি বক্সের বেশ বাইরে থেকে রদ্রিগো গোলবারের বাঁ দিকে ফ্রি কিক নেন। ডি-বক্সের ভিতর কিছুটা ফাঁকা পেয়ে বল জালে জড়ান ইংলিশ ক্লাব নিউক্যাসেল ইউনাইটেডের এই মিডফিল্ডার। গেল মৌসুমে সৌদি আরবের মালিকানাধীন এই ক্লাবটিকে চ্যাম্পিয়নস লিগে তুলতে বড় অবদান রাখেন তিনি।

    এর খানিক পরেই স্কোর শিটে নাম লেখান রদ্রিগো। ম্যাচের ৩০ মিনিটে লিড দ্বিগুন করেন রদ্রিগো। প্রতিপক্ষের রক্ষণের ভুলে বল পেয়ে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদের এই তারকা উইঙ্গার। কিন্তু জোড়া গোলে এগিয়ে গিয়েও স্বস্তি নিয়ে প্রথমার্ধের বিরতিতে মাঠ ছাড়া হয়নি সেলেসাওদের।

    পাল্টা জবাবে গোল করে ব্যবধান কমান ফরাসি লিগ ওয়ানে খেলা সেরহ গুরাইসি। ৩৬ তম মিনিটে বাইলাইনের একটু উপর থেকে ইসিয়াগার কাট ব্যাকে অনেকটা লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। এরপর আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সাম্বার প্রতিনিধিরা।

    দ্বিতীয়ার্ধে কালো জার্সি তুলে রেখে চেনা হলুদ জার্সিতে মাঠে নামেন ব্রাজিলের ফুটবলাররা। মাঠে ফিরেই ব্যবধান বাড়াতে বেশি সময় নেননি মিলিতাও। ৪৭তম মিনিটে পাকুয়েতার ফ্রি কিকে হেডে লক্ষ্যভেদ করেন লস ব্লাঙ্কোসদের হয়ে খেলা তারকা এই ডিফেন্ডার।

    এরপর কয়েকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রিচার্লিসন। ৫৮তম মিনিটে তার জোরাল শট কোনোমতে ফেরান গিনি গোলরক্ষক কোনে। পরে একবার গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি টটেনহামে খেলা এই স্ট্রাইকার।

    মাঝে ৭৬তম মিনিটে ‘ডাবল’ সেভ করে দলকে বিপদ মুক্ত করেন ব্রাজিলের গোলকিপার এডারসন। বক্সের বাইরে থেকে উড়ে আসা শট ফেরানোর পর ইসিয়াগার ফিরতি শট পা দিয়ে আটকান ম্যানচেস্টার সিটির হয়ে সদ্যই ট্রেবল জেতা এই তারকা গোলকিপার।

    শেষদিকে মালকম ফাউলের শিকার হলে বাঁশি বাজিয়ে পেনাল্টির সংকেত দেন রেফারি। ৮৮তম মিনিটে স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে ব্রাজিলের জয় নিশ্চিত করে দেন ভিনিসিয়াস। বলের লাইনে ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি গিনি গোলরক্ষক।

    বিশ্বকাপের ব্যর্থতার পর কোচ তিতে ব্রাজিলের দায়িত্ব ছেড়ে দেন। এখনও কোচ নিয়োগ প্রক্রিয়াধীন থাকলেও অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে হাল ধরেছেন যুব দলের কোচ র‍্যামন মেনেজেস। জাতীয় দলের ডাগআউটে দাঁড়িয়ে প্রথম জয়ের স্বাদ পেলেন তিনিও।

    আগামী মঙ্গলবার (২০ জুন) পর্তুগালের লিসবনে সেনেগালের মুখোমুখি হবে ব্রাজিল। বর্ণবাদ বিরোধী অভিযানে ভিনিসিয়াসের প্রতি সমর্থনে এই ম্যাচটিও আয়োজন করা হবে।

    যে কারণে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলছেন না মেসি

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    করে খেলাধুলা গিনিকে জয়! পরাজিত পেলো ফুটবল বড় ব্রাজিল
    Related Posts
    ইংল্যান্ড

    ইংল্যান্ডের পাগলাটে কীর্তি, ৫ ডাকের পরও ৪০৭ করে গড়ল ইতিহাস

    July 5, 2025
    Bangladesh Tigers

    চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-২০ দল ঘোষণা

    July 4, 2025
    Gill

    এক ইনিংসেই শুভমানের ৫ রেকর্ড

    July 3, 2025
    সর্বশেষ খবর
    বৃষ্টির আবহাওয়া

    দুপুরের মধ্যে দেশের সাত জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

    কামরুল হক গ্রেপ্তার

    আ.লীগ নেতা কামরুল হক হজ শেষে দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার

    খাবারে হালাল-হারাম চেনার সহজ পদ্ধতি: মুসলিম পরিবারের জন্য অবশ্য জানা গাইড

    প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য

    প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ

    ট্রাম্প

    তেহরান নতুন স্থানে তার কর্মসূচি পুনরায় শুরু করতে পারে: ট্রাম্প

    ঘরোয়া ডায়েট প্ল্যান

    ঘরোয়া ডায়েট প্ল্যান: আপনার সুস্থতার রোজকার রূপকথা

    আত্মউন্নয়ন

    আত্মউন্নয়নে বই পড়ার উপকারিতা: সাফল্যের চাবিকাঠি

    স্কুলে বাচ্চাদের প্রেরণা

    স্কুলে বাচ্চাদের প্রেরণা দেওয়ার সহজ কৌশল: একটি আলোকিত ভবিষ্যৎ গড়ার হাতিয়ার

    Daraz Bangladesh Online Shopping: Shop Wisely

    Daraz Bangladesh Online Shopping: Shop Wisely

    ইংল্যান্ড

    ইংল্যান্ডের পাগলাটে কীর্তি, ৫ ডাকের পরও ৪০৭ করে গড়ল ইতিহাস

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.